নিউক্লিয়ার নেফ্রোলজি বিভাগ

কিডনী, মুত্রনালী ও মুত্রাশয়ের জন্মগত ত্রুটি ও গঠনগত সমস্যা চিহ্নিত করে নানাবিধ রোগ নির্ণয়ের জন্য তেজস্ক্রিয় সিন্টিগ্রাফী পরীক্ষা করা হয়ে থাকে। এই পরীক্ষার মাধ্যমে কিডনীর গঠন, রক্ত চলাচলের ত্রুটি ও কার্যক্ষমতা নির্ণয় করা যায়। নিউক্লিয়ার নেফ্রোলজি বিভাগ বর্তমানে নিম্নলিখিত সেবা সমূহ প্রদান করে থাকেঃ

1. Kidney DTPA study (Renogram)
2. Static kidney scan-Planar & SPECT (DMSA)
3. Glomerular Filteration Rate (GFR) + Renogram (Camera)
4. GFR (Camera)
5. Captopril Renogram
6. Vesico-ureteric reflux (VUR)
7. Testicular scan

DTPA study (Renogram):
রোগীকে ৩-৫ মিলিকিউরি DTPA 99mTc ইনজেকশন দেয়া হয় এবং ৩০ মিনিট ব্যাপী ডায়নামিক রেনোগ্রাম করা হয়। সিন্টিগ্রাফী পরীক্ষার সাথে ডাইউরোটিক ইনজেকশন দিয়ে কিডনীতে পানি জমা রোগ নির্ণয় করা যায়।
স্ট্যাটিক স্ক্যান: DMSA 99mTc ৪-৫ মিলিকিউরি ইনজেকশন দেবার পর ২ ঘন্টা পর গামা ক্যামেরায় ছবি নেয়া হয়।
কিডনীর গঠনগত ত্রুটি সমূহ নির্নয় করা যায়। DMSA পরীক্ষার মাধ্যমে সাধারনত বাচ্চাদের Pylonephritis নির্ধারণ করা যায়। এছাড়া কিডনীতে জন্মগত ক্রটি, টিউমার বা অন্য কোন ক্যান্সারের রোগ নির্ধারন করা যায়।
Captopril রেনোগ্রাম দিয়ে রক্তনালীতে রক্তচাপজনিত জটিলতা ঠিক আছে কিনা জানা যায়। সাধারনত উচ্চরক্তচাপে ১-৪% কারন কিডনী সংক্রান্ত। GFR-এর মাধ্যমে কিডনীর কার্যক্ষমতা নির্নয় করা যায়। সাধারনত S. Creatinine এর মাধ্যমে কিডনীর কার্যক্ষমতা সবচেয়ে প্রচলিত। কিন্ত GFR এর মাধ্যমে S. Creatinine থেকেও আগে এবং নির্ভূলভাবে কিডনীর রোগ নির্নয় করা যায়।
বাচ্চাদের Vesicoureteric reflux ও নির্ণয় করা হয়। এই পরীক্ষার মাধ্যমে সাধারনত Dircet & indirect এই দুটি পদ্ধতি প্রচলিত আছে।
কিডনী প্রতিস্থাপনের (Kidney Transplant) পর, যে কোন প্রকার জটিলতা যেমন, Necrosis, rejection, Urinoma, ureteral obstruction অথবা রক্ত চলাচলের সমস্যা নির্ণয় করা হয়ে থাকে।